বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বরাত দিয়ে তার আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদন বলেছেন,খালেদা জিয়া সরকারের অনুকম্পায় প্যারোলে মুক্তি চান না। তিনি আদালতের কাছে জামিন চান। জামিন পাওয়া তার অধিকার। তিনি জামিনের হকদার।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বার ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, ‘যে দুই মামলায় খালেদা জিয়া কারাবন্দী আছেন। সে মামলায় তিনি নির্দোষ। সরকার খালেদা জিয়াকে জনগণ থেকে বিছিন্ন করার জন্যই মূলত কারাবন্দী করে রাখা হয়েছে। কারাগারে খালেদা জিয়া দিন দিন অসুস্থ হয়ে পড়ছে।’
তিনি আরো বলেন, ‘যখনই আমরা খালেদা জিয়ার জামিন আবেদন নিয়ে আদালতে গিয়েছি, তখনই সরকার জামিন নিয়ে জোড়ালো আপত্তি জানিয়েছে। আমরা রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার কাছে আহ্বান জানাবো আগামী দিনে যেন তারা খালেদা জিয়ার জামিন নিয়ে আপত্তি না জানায়।’
খুব শিগগিরি খালেদা জামিন আবেদন নিয়ে আবারও আদালতের দ্বারস্থ হবেন বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট রফিকুল হক তালুকদার রাজা, গোলাম রহমান ভূইয়া, কামরুল ইসলাম সজল, এহসানুর রহমান , এ আর রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।