ফারুক আল শারাহ:
কুমিল্লার নাঙ্গলকোটের ২৪টি কওমি মাদ্রাসা পাচ্ছে প্রধানমন্ত্রীর অনুদান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লামইয়া সাইফুল যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট মাদ্রাসা প্রধানদের নিকট অনুদানের চেক হস্তান্তর করছেন। মঙ্গলবার (১৯ মে) তিনি নিজ কার্যালয়ে ১৩টি মাদ্রাসার চেক হস্তান্তর করেন।
জানা যায়, চলমান করোনা পরিস্থিতিতে ঈদকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের কওমি মাদ্রাসা সমূহকে অনুদান প্রদান করছেন। দুই ধাপে নাঙ্গলকোটের ২৪টি মাদ্রাসা তালিকায় অন্তর্ভূক্ত হয়েছে। মাদ্রাসা সমূহ হলো, দড়িমাছিমপুর মদিনাতুল উলুম এতিমখানা ও কওমি মাদ্রাসা, মাহিনী দারুল কুরআন ইসলামিয়া এতিমখানা, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এতিমখানা, উল্লাখালী দানু ভূঁইয়া হাফেজিয়া মাদ্রাসা, আইটপাড়া আজিজিয়া কওমি মাদ্রাসা, জামিয়া ইসলামিয়া ফয়জুল উলুম মিরগুনিয়া মাদ্রাসা, মাহিনী ইসলামিয়া কেরাডিয়া মাদ্রাসা, নাওগোদা ইসলামিয়া মাদ্রাসা, শিহর জমিরিয়া মাদ্রাসা, জোড্ডা আহাদিয়া মাদ্রাসা, ঢালুয়া জমিরিয়া মাদ্রাসা, আদ্রা নুরুল উলুম মাদ্রাসা, রায়কোট মাদ্রাসা, ঝাটিয়াপাড়া এমদাদুল উলুম মাদ্রাসা, আল বোখারী মাদ্রাসা, বাতুপাড়া মাজহারুল উলুম মাদ্রাসা, শাহিনা চৌকুড়ি মাদ্রাসা, পদুয়া মাদ্রাসা, আশারকোটা মাদ্রাসা, অশ্বদিয়া মাদ্রাসা, জামিয়া সিরতে মুস্তাকিম, দারুত তাকওয়া মাদ্রাসা ও পাটোয়ার কাজী বাড়ি মাদ্রাসা। অবস্থাভেদে প্রতিটি মাদ্রাসাকে ২০, ১৫ ও ১০ হাজার হারে অনুদান বরাদ্দ দেয়া হয়।
নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লামইয়া সাইফুল যাচাই-বাছাই শেষে মঙ্গলবার (১৯ মে) ১৩টি মাদ্রাসার প্রধানদের নিকট অনুদানের চেক হস্তান্তর করেন। ইতোপূর্বে আরও ৫টি মাদ্রাসার চেক হস্তান্তর করেছেন। অন্যগুলোর যাচাই-বাছাই চলছে।
নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লামইয়া সাইফুল সময়ের দর্পণকে জানান, চলমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী সারাদেশের সমস্যাগ্রস্ত মানুষদের সহযোগিতা করছেন। এরই অংশ হিসেবে ঈদ উপলক্ষে কওমি মাদ্রাসা সমূহে অনুদান প্রদান করছেন। নাঙ্গলকোটের সর্বমোট ২৪টি মাদ্রাসা অনুদানের তালিকার্ভূক্ত হয়েছে। যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট মাদ্রাসার প্রধানদের নিকট অনুদানের চেক হস্তান্তর করা হচ্ছে।