ফারুক আল শারাহ:
কুমিল্লায় একদিনে (মঙ্গলবার) নতুন করে ৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৩১ জনই জেলার মুরাদনগরের। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৫২ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় কুমিল্লায় করোনা একজন ও উপসর্গ নিয়ে দুইজন মারা গেছেন। জেলায় এই পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ১৪ জন। নতুন মৃত ব্যক্তি জেলার মুরাদনগরের বাসিন্দা। আজ আক্রান্তদের মধ্যে জেলার মুরাদনগরের ৩১ জন, চান্দিনার দুইজন, তিতাসের দুইজন, দাউদকান্দির একজন, দেবিদ্বারের একজন, ব্রাহ্মণপাড়ার একজন, মনোহরগঞ্জের একজন, আদর্শ সদরে একজন, বুড়িচংয়ে একজন এবং কুমিল্লা নগরীর চারজন রয়েছেন। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
গত ২৪ ঘন্টায় করোনা সুস্থদের মধ্যের জেলার চান্দিনার একজন, লাকসামের একজন, মনোহরগঞ্জের দুইজন, মুরাদনগরের একজন ও চৌদ্দগ্রামের একজনসহ মোট ছয়জন রয়েছে। এনিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ৬১ জন।
সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল পর্যন্ত কুমিল্লা জেলা থেকে সর্বমোট ৫ হাজার ৪৩৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এই পর্যন্ত নমুনা পরীক্ষা শেষে রিপোর্ট এসেছে ৫ হাজার ১৮২ জনের। তাদের মধ্যে ৩৫২ জনের রিপোর্ট পজিটিভ এবং অন্যদের রিপোর্ট নেগেটিভ।
উপজেলাওয়ারী আক্রান্তের পরিসংখ্যান:
দেবিদ্বারে ১১১ জন, মুরাদনগর ৬৮ জন, কুমিল্লা সিটি কর্পোরেশন ২৫ জন, লাকসাম ২২ জন, চান্দিনা ১৯ জন, দাউদকান্দি ১৫ জন, তিতাসে ১৪ জন, নাঙ্গলকোট ১১ জন, বুড়িচং ১১ জন, বরুড়া ১০ জন, আদর্শ সদর ৯ জন, ব্রাহ্মণপাড়া ৮ জন, মনোহরগঞ্জ ৭ জন, কুমিল্লা মেডিকেল কলেজ ৭ জন, হোমনা ৪ জন, কুমিল্লা সদর দক্ষিণ ৪ জন, লালমাই ৩ জন, চৌদ্দগ্রাম ২ জন ও মেঘনা ২ জন ।