হুমায়ুন কবির মানিক: ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’- এ স্লোগানকে সামনে রেখে কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভায় করোনার প্রভাবে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চাল বিতরণ করা হয়েছে।
সম্প্রতি পৌরসভার ৯টি ওয়ার্ডের ১২শত হতদরিদ্র পরিবারকে ১০ কেজি হারে চাল দেয়া হয়। সকালে নাঙ্গলকোট পৌর ভবনে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র আব্দুল মালেক। এসময় পৌর কাউন্সিলর এমরান হোসেন বাহার, সেলিম জাহাঙ্গীর, অফিস সহকারী আলমগীর কবির, নুরুন্নবীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর পৌর মেয়র আব্দুল মালেকের নেতৃত্বে দিনব্যাপী কাউন্সিলরগণ হতদরিদ্র, অসহায় ও কর্মহীন মানুষের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে ১০ কেজি হারে চাল বিতরণ করেন। এর আগেও করোনার প্রাদুর্ভাব শুরুর পর বিভিন্ন খাত থেকে পৌর এলাকার হতদরিদ্রদের খাদ্য সহায়তা দেয়া হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের অর্থায়ন, পৌর বরাদ্দ ও পৌর মেয়রের ব্যক্তিগত অর্থায়নে পৌরসভার ৯টি ওয়ার্ডের ২ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।