ফারুক আল শারাহ:
নির্দেশনা অম্যান্য ও স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে কুমিল্লার লাকসাম দৌলতগঞ্জ বাজারে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার দায়ে ২০ জন ব্যবসায়ীকে ১ লাখ ৪১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় চারটি দোকানে তালা লাগিয়ে দেয়া হয়। বৃহস্পতিবার (২১ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.কে.এম সাইফুল আলমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতে এ জরিমানা করা হয়।
জানা যায়, করোনা সংক্রমণ রোধে দৌলতগঞ্জ বাজারে মানুষের উপচেপড়া ভীড় ঠেকাতে বৃহস্পতিবার (২১ মে) থেকে বাজারের জরুরি পণ্যের দোকান ছাড়া মার্কেট, শপিংমল ও বিপনি বিতান বন্ধ রাখার সম্মিলিত সিদ্ধান্ত তিনদিন আগেই জানিয়ে দেয়া হয়। বেশকিছু ব্যবসায়ী তা অমান্য করে সকাল থেকেই স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে থাকেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.কে.এম সাইফুল আলম তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে বাজারের বিভিন্ন মার্কেট, শপিংমল ও বিপনি বিতানের ২০টি দোকানের মালিককে ১ লাখ ৪১ হাজার টাকা জরিমানা করেন। এসময় সময় চারটি দোকানে তালা লাগিয়ে দেয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনায় ইউএনওকে সহযোগিতা করেন পৌর মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের ও লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নিজাম উদ্দিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.কে.এম সাইফুল আলম বলেন, ইতোমধ্যে লাকসামের ২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে হলে সচেতনতার বিকল্প নেই। দৌলতগঞ্জ বাজারের কতিপয় ব্যবসায়ী নির্দেশনা অম্যান্য ও স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে ব্যবসা পরিচালনা করায় বিধি মোতাবেক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ১ লাখ ৪১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। করোনা ঝুঁকি কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে বাসা-বাড়িতে থাকার পরামর্শ দেন।