মো: হাফিজুর রহমান:
ماهذا الظلم الأكبر والاصغر আল্লাহ্ র নিকট সব চেয়ে বড় জুলুম ও সব থেকে ছোট্ট জুলুম কি আপনি কি জানেন ??? সব চেয়ে বড় জুলুম হলো: পবিত্র কোরআন এ কারীমে মহান রব্বে কারীম বলেন ان الشركة لظلم عظيم . (আল্লাহ্ তা’আলার সাথে) কাওকে অংশীদার সাব্যস্ত করাই হল সব চেয়ে বড় জুলুম এই জুলুম এর পরিণাম কি?? আল্লাহ্ তার পিয়ারা হাবিব মোহাম্মদ সাঃ কে বলেন , لئن اشتركت ليحبطن عملك ولتكونن من الخاسرين ( سورة الزمر الآية 65) (হে নবী সাঃ ) যদি আপনি আল্লাহ্ তা’আলার সাথে কাওকে অংশীদার সাব্যস্ত করতেন ,তাহলে আপনার সব নেক আমল গুলি বরবাদ হয়ে যেত , এবং আপনি খ’ছিরিনদের অন্তর ভুক্ত হতেন । আল্লাহ্ তার পিয়ারা হাবিব মোহাম্মদ সাঃ কে শুধু এতটুকু বলেই ক্ষান্ত হন নাই , তিনি আরও বলেন ولو اشركو لحبط عنهم ماكانو يعملون .( سورة الأنعام الآية 88) যদি তারা সকলেই ( সকল আম্বীয়ানে কেরাম আলাইহিমুচ্ছালাম আল্লাহ্ তা’আলার সাথে) কাওকে অংশীদার সাব্যস্ত করত;; তাহলে তাদের ও সকল আমলগুলো বরবাদ হয়ে যেত। আল্লাহ্ তা’আলার সাথে কাওকে অংশীদার সাব্যস্ত করা থেকে বিরত থাকলে আল্লাহ্ কি প্রতিদান দিবেন জানেন??????? জান্নাতের চেয়েও আরও বড় একটি প্রতিদান আছে তা’হলো আল্লাহ্ বলেন فمن كان يرجو لقاء ربه فاليعمل عملا صالحا ولايشرك بعبادة ربه أحدا (سورة كهف الآية 110 ) (হে নবী সাঃ আপনি আপনার সকল উম্মতকে বলে দিন ) যারা সরাসরি তাদের রবের সাথে দ্বীদার করতে চায়, তারা যেন ভালো কাজ করে এবং তার প্রতিপালকের ইবাদত করতে গিয়ে তার প্রতিপালকের সাথে কাওকে শরিক না করে । তাই শিরক হচ্ছে সব চেয়ে বড় জুলুম ” আল্লাহ্ আমাদের কে শিরক থেকে হেফাজত করে তার দ্বীদার পাওয়ার তাওফিক দান করেন আমীন । আর সব চেয়ে ছোট্ট জুলুম কি???? • একটা খেজুর নিন। তারপর সেটা খেয়ে তার আঁটিটা হাতে নিন। দেখবেন সেটা একটা হালকা আবরণে বেষ্টিত। এরপর সেটার পেটের কাটা অংশের দিকে খেয়াল করলে দেখবেন একটা সুতা আলগা হয়ে আছে। • তারপর পেটের উল্টা দিকের ঠিক মাঝখানে দেখবেন একটা বিন্দু আছে। • এবার নিচের আয়াত তিনটা মনযোগ দিয়ে লক্ষ্য করুন। •(এক) • وَالَّذِينَ تَدْعُونَ مِن دُونِهِ مَا يَمْلِكُونَ مِن قِطْمِيرٍ (فاطر: 13) • “আর তোমরা আল্লাহ ব্যতিত যাদেরকে ডাকো, তারা খেজুরের তুচ্ছ আঁটির আবরণেরও অধিকারী নয়।“• এখানে ‘ক্বিতমির’ শব্দটিই হলো সেই আবরণ যার দ্বারা খেজুরের আঁটি বেষ্টিত থাকে। • (দুই) • فَمَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَأُولَٰئِكَ يَقْرَءُونَ كِتَابَهُمْ وَلَا يُظْلَمُونَ فَتِيلا (الإسراء: 71) • “যাদেরকে তাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, তারা নিজেদের আমলনামা পাঠ করবে এবং তাদের প্রতি ‘ফাতিল’ পরিমানও জুলুম করা হবেনা।“ • আর এখানে ‘ফাতিল’ হলো সেই আলগা সুতা যা আঁটির পেটের কাটা অংশে দেখা যায়। • (তিন) • وَمَن يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ مِن ذَكَرٍ أَوْ أُنثَىٰ وَهُوَ مُؤْمِنٌ فَأُولَٰئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ وَلَا يُظْلَمُونَ نَقِيرًا ( النساء: 124) • কোনো পুরুষ কিংবা নারী ইমান থাকা অবস্থায় যদি ভালো কাজ করে, তাহলে তারা জান্নাতে প্রবেশ করবে। তাদের প্রতি ‘নাক্বির’ পরিমান জুলুম করা হবেনা।“ • আর এখানে ‘নাক্বির’ মানে হলো আঁটির পিঠের ঠিক মাঝখানে থাকা সূক্ষ্ম বিন্দুটি। • সুবহানাল্লাহ, কি অনন্য আর নিখুঁত উপমা দিয়েছেন আল্লাহ! বিচার দিবসে আল্লাহ্ কার ও প্রতি এতটুকু জুলুম ও করবেন না , সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি সুবহানাল্লাহিল আজিম! লেখক: সৌদি আরব প্রবাসী।