স্টাফ রিপোর্টার: চলমান বৈশ্বিক মহামারীর করোনা ভাইরাসে সমস্যাগ্রস্ত গ্রামের অসহায়, কর্মহীন ও দরিদ্র মানুষের মাঝে সামাজিক ও উন্নয়নমুলক স্বেচ্ছাসেবী সংগঠন আইডিয়াল সোশ্যাল কাউন্সিল কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়নের খোশারপাড়া গ্রামে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (২৪ মে) ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়। এ উদ্যোগে সার্বিক সহযোগিতা করেন খোশারপাড়া গ্রামের বিভিন্ন পেশায় কর্মরত ব্যাংকার, ইন্জিনিয়ার, মার্কেটার, শিক্ষক, সরকারি, বেসরকারি চাকুরিজীবি, ব্যবসায়ী ও প্রবাসী পেশাজীবিবৃন্দ।
গ্রামের এক ঝাঁক উদ্যোমী, স্বেচ্ছাসেবী তরুণের সম্মিলিত উদ্যোগে ও নিরলস কর্ম প্রচেষ্টায় এই মহতী কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়। সার্বিক তত্তাবধানে ও ব্যবস্থাপনায় ছিলেন ইস্রাফিল, আশিক, আবদুল হান্নান সামির, নজরুল ইসলাম সোহেল, জামাল উদ্দিন জয়, মোঃ আজিম উদ্দিন, তানভীর ভুইয়া, মুকুল ভুঁইয়া, মীর হোসেন, শাহাবুদ্দিন, রহমত উল্লাহ মহিন, ফয়েজ আহমেদ, গাজী মোঃ জাকারিয়া, শাহ ইমরান, চাঁন মিয়া তালুকদার সহ প্রমুখ। সার্বিক সমন্বয়কারী হিসেবে ছিলেন, জসীম সিদ্দিকী শোভন, উন্নয়ন ও মানবাধিকার কর্মী ও সাবেক শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। সামাজিক দায়বদ্ধতা থেকে আগামী দিনে গ্রামের সার্বিক উন্নয়ন ও অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে সকলের সহযোগিতা নিয়ে সংগঠনের উন্নয়ন ও মানবিক কর্মকান্ড অব্যাহত থাকবে।