ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ সহ সারাবিশ্বে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। এবার ঈদে নেই আনন্দ, নেই হাসিমুখ। চিরাচরিত কোলাকুলিও নেই। প্রতিবছর ঈদের নামাজের পর হাসিমুখে কোলাকুলির দৃশ্য দেখা গেলেও প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে এবার সে চিত্র ভিন্ন। কোলাকুলির পরিবর্তে মানুষকে আজ বজায় রাখতে হচ্ছে সামাজিক দূরত্ব।
দীর্ঘ এক মাস রোজা রাখার পর খুশির ঈদ এলেও করোনাভাইরাসের কারণে তা আজ নিরানন্দ হয়ে গেছে। ঈদের খুশির বদলে মানুষের মনে এখন বিরাজ করছে আতঙ্ক আর নানা শঙ্কা।
আতঙ্ক আর শঙ্কা নিয়ে মসজিদে মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা। তবে অন্যবার ঈদের নামাজ শেষে একজন আরেকজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেয়ার যে দৃশ্য দেখা যেত এবার তা কোথাও দেখা যায়নি।
করোনা সংক্রমণের ভয়ে সর্বত্রই উদ্বেগ-আতঙ্ক। ঈদ কেন্দ্রিক রয়েছে ঝুঁকিও। করোনা সবার মুখের হাসি কেড়ে নিয়েছে। এবারকার নিরানন্দ ঈদটি স্মরণীয় হয়ে থাকবে বলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানান।