স্টাফ রিপোর্টার: শিক্ষা সেবা উন্নয়ন ‘চলবো মোরা একসাথে জয় করবো মানবতাকে’- এই স্লোগানকে বুকে নিয়ে আলহাজ্ব মোঃ আবুল খায়ের মজুমদারকে সভাপতি ও ডেন্টিস্ট মোঃমাসুদুর রহমানকে সাধারণ সম্পাদক করে কুমিল্লার লাকসামে স্বেচ্ছাসেবী সংগঠন তরুণ বাংলা ওয়েলফেয়ার সোসাইটির আত্মপ্রকাশ হয়েছে।
জানা যায়, তরুণ বাংলা ওয়েলফেয়ার সোসাইটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী সংগঠন। সমাজ পরিবর্তনের লক্ষ্যে একদল স্বপ্নবাজ মানুষের ক্ষুদ্র প্রয়াস। সংগঠনটি সকল ধরনের শিক্ষামূলক, সেবামূলক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করবে। লক্ষ্য বাস্তবায়নে দক্ষ উপদেষ্টা পরিষদকে সাথে নিয়ে গত ১ জুন ২০২০ইং রোজ সোমবার সুশৃঙ্খল কার্যকর কমিটির মাধ্যমে সংগঠনটি আনুষ্ঠানিক অগ্রযাত্রা শুরু করেছে সংগঠনটি।
সংগঠনের সভাপতি আলহাজ্ব মোঃ আবুল খায়ের মজুমদার ও সাধারণ সম্পাদক ডেন্টিস্ট মোঃ মাসুদুর রহমান জানান, মানবিকতা এ সংগঠনটি মানুষের জন্য কাজ করে যাবে। এজন্য আমরা সকলের আন্তরিক সমর্থন ও দোয়া প্রত্যাশী।