কুমিল্লার চান্দিনায় মরহুম আবদুল লতিফ খন্দকার ফাউন্ডেশনের উদ্যোগে প্রাথমিক পর্যায়ে ৬২ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। বৃহস্পতিবার চান্দিনা মডেল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে বৃত্তি প্রাপ্তদের মাঝে নগদ অর্থ, সনদপত্র ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক, চান্দিনা পৌর সভার মেয়র মো. মফিজুল ইসলাম।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ্ব মো. মনির খন্দকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন চান্দিনা পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর আক্তার আহমেদ নাদিম, চান্দিনা মডেল স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদ সদস্য আলহাজ্ব আহমদ আলী কুটু, চান্দিনা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক প্রভাষক মো. মাসুমুর রহমান মাসুদ, চান্দিনা মডেল স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ শামীম আরা বেগম ও চান্দিনা মডেল স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক খোন্দকার সারওয়ার নাঈম।