কুমিল্লার লাকসামে চিকিৎসক, শিশুসহ আরও ১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১০১ জনে দাঁড়িয়েছে। এখানে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। সুস্থ হয়ে ওঠেছেন ১৩ জন। স্থানীয় স্বাস্থ্যবিভাগের করোনা র্যাপিড রেসপন্স টিম এ তথ্য নিশ্চিত করেছে। এ উপজেলায় আক্রান্তের সংখ্যা ক্রমাগত বেড়ে যাওয়ায় জনমনে উদ্বেগ-উৎকন্ঠা দেখা দিয়েছে।
জানা যায়, সর্বশেষ লাকসামে দুই দফায় ৬৯টি নমুনার রিপোর্ট আসে। তাদের মধ্যে ১৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। অন্য ৫৫টি রিপোর্ট নেগেটিভ। আক্রান্তদের মধ্যে ১৩ জন পুরুষ ও একজন নারী। তারা হলেন, ২৯ বছর বয়সী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও করোনা র্যাপিড রেসপন্স টিমের অন্যতম সদস্য, শহরের পাইকপাড়া গ্রামের ৬ বছর বয়সী শিশু, ৭৫ বছর বয়সী বৃদ্ধা ও ৪০ বছর বয়সী যুবক, পূর্ব লাকসামের ৪৫ বছর বয়সী যুবক, মুড়াদরগাঁও এলাকার ২৯ বছর বয়সী তরুণ, ৫৮ বছর বয়সী উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন প্রকল্পের কর্মকর্তা, গাজীমুড়া গ্রামের ২১ বছর বয়সী তরুণ, হাজীপাড়ার ৩৫ বছর বয়সী তরুণ, পশ্চিমগাঁও এলাকার ৫০ বছর বয়সী ব্যক্তি, উপজেলার গোবিন্দপুর মোহাম্মদপুর গ্রামের ১৬ বছর বয়সী কিশোর ও ২৯ বয়সী তরুণ, কান্দিরপাড় ইউনিয়নের হামিরাবাগ গ্রামের ৪৮ বছর বয়সী ব্যক্তি ও চাদগাঁও গ্রামের ২২ বছর বয়সী তরুণ। নতুন আক্রান্তদের বাড়ি লকডাউন করে আইসলোশানে চিকিৎসা শুরু হয়েছে।
লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও করোনা র্যাপিড রেসপন্স টিমের অন্যতম সদস্য ডা. মো. আলমগীর হোসেন জানান, উপজেলায় এ পর্যন্ত ৭৩৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের মধ্যে রিপোর্ট এসেছে ৬১৫টি। আজ নতুন ১৪ জনসহ সর্বমোট ১০১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বাকী ৫১৪টি রিপোর্ট নেগেটিভ। এখনও রিপোর্ট প্রক্রিয়াধীন রয়েছে ১২১টি। এখানে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে একজন মৃত্যুবরণ করেছেন। আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে ১৩ জন সুস্থ হয়ে ওঠেছেন। বাকী ৮৭ জনের নিয়মিত খোঁজ-খবর নেয়ার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিয়ে আসছি আমরা র্যাপিড রেসপন্স টিমের সদস্যরা।
লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুল আলী বলেন, লাকসামে করোনা আক্রান্তের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে, যা উদ্বেগজনক। চলমান পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। কারো শরীরে করোনার উপসর্গ দেখা দিলে তাৎক্ষনিক র্যাপিড রেসপন্স টিমকে অবহিত করুন। আপনাদের স্বাস্থ্যসেবায় আমাদের টিম সর্বদা তৎপর রয়েছে।