ফারুক আল শারাহ:
কুমিল্লার লাকসামে করোনা পরীক্ষার দ্বিতীয় নমুনায় দুই নারী এবং নতুন আরও ৭ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৪৭ জনে দাঁড়িয়েছে। আজ সোমবার (১৫ জুন) লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. আবদুল মতিন বিষয়টি নিশ্চিত করেন।
লাকসাম উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, কুমিল্লা সিভিল সার্জন কার্যালয় থেকে আজ সর্বমোট ১৫ জনের নমুনার রিপোর্ট পাওয়া গেছে। তাদের মধ্যে দুই নারীর দ্বিতীয় নমুনার রিপোর্ট পুনরায় পজিটিভ এসেছে। এছাড়া, নতুন আরও ৭ জনের পজিটিভ এবং বাকী ৬ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। তাৎক্ষনিক নতুন আক্রান্তদের বাড়ি লকডাউন করে হোম আইসোলেশনে রেখে চিকিৎসার শুরু হয়েছে। আক্রান্তদের বয়স ২৫ থেকে ৫০ বছরের মধ্যে। পুরাতন দুই রোগীর দ্বিতীয় রোগীর দ্বিতীয় নমুনার রিপোর্ট পজিটিভ আসায় উদ্বেগ উৎকন্ঠা বেড়েছে।
লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা মেডিকেল অফিসার ডা. আবদুল মতিন জানান, উপজেলায় এই পর্যন্ত ৮৪৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের মধ্যে ৭৮৩ জনের রিপোর্ট পাওয়া গেছে। প্রাপ্ত রিপোর্টের মধ্যে নতুন ৭ জনসহ সর্বমোট ১৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ৬৩৬ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। এখনো ৬৬ জনের রিপোর্ট প্রক্রিয়াধীন রয়েছে। এখানে করোনায় মারা গিয়েছেন একজন। সুস্থ হয়েছেন ওঠেছেন ১৩ জন। বাকীদের নিবিড় চিকিৎসা দিয়ে আসছেন করোনা র্যাপিড রেসপন্স টিমের সদস্যরা।
লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুল আলী বলেন, লাকসামে গত চারদিনে ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। যা অত্যন্ত উদ্বেগজনক। করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।