পটুয়াখালীর গলাচিপায় এক গৃহবধূকে (৩২) বাড়িতে একা পেয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি আছেন।
স্বজনরা জানান, স্বামী-সন্তানদের সঙ্গে ওই নারী ঢাকায় বসবাস করেন। দুর্গাপূজা উপলক্ষে একাই আগেভাগে গ্রামের বাড়িতে এসেছিলেন। বুধবার রাত সাড়ে নয়টার দিকে ঘরের দরজা খোলা রেখে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হন। এ সুযোগে পার্শ্ববর্তী বাড়ির দুই দুর্বৃত্ত তার ঘরের মধ্যে ঢুকে লুকিয়ে থাকে। গভীর রাতে তাকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে তারা।
তিনি আরও জানান, এ সময় বাধা দিলে দুর্বৃত্তরা তার শরীরের বিভিন্ন স্থানে নখের আঁচড় ও খামচে রক্তাক্ত জখম ও ব্যাপক মারধর করে। এতে তিনি অচেতন হয়ে পড়েন। পরে সকালে আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করেন।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আক্তার মোর্শেদ জানান, মৌখিক অভিযোগ পেয়ে আসামিদের