কুমিল্লার লাকসামে একটি মোবাইল দোকানে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। এ সময় নগদ ৫০ হাজার টাকা, প্রায় ৩০টি মোবাইল সেটসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল নিয়ে যায়। রোববার (২২ জুন) গভীর রাতে দৌলতগঞ্জ ধান বাজার রোডের রাজঘাটে অবস্থিত লাকসাম বাজার মোবাইল ব্যবসায়ী সমিতির সভাপতি ও লাকসাম প্রেস ক্লাবের প্রচার সম্পাদক মোঃ মিজানুর রশিদের মালিকানাধীন ওয়ার্ল্ড কানেক্শান এন্ড কম্পিউটার্স নামক দোকানে চুরির ঘটনা ঘটে। এ বিষয়ে দোকানের মালিক লাকসাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, রোববার বিকেলে প্রতিদিনের ন্যায় সুরমা শপিং সেন্টারের সকল ব্যবসায়ীরা মার্কেট ও দোকানঘরের তালাবন্ধ করে বাড়ি চলে যায়। সোমবার সকালে বাজার এসে মার্কেটের কলাপসিবল প্রধান গেইট ও মোবাইল দোকানের সাটার ভাঙ্গা দেখতে পায়। রাতের কোন এক সময় সংগবদ্ধ চোরেরদল মােের্কটের কলপসিবল গেইট ও সাটার ভেঙ্গে মোবাইল দোকানের ভিতর প্রবেশ করে ক্যাশ বাক্সেও তালা ভেঙ্গে ভিতরে রক্ষিত নগদ ৫০ হাজার টাকা এবং বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ৩০টি নতুন-পুরাতন মোবাইল সেট নিয়ে পালিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা।
খবর পেয়ে লাকসাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম হিরা, লাকসাম থানার পুলিশের এসআই কামাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
লাকসাম থানার অফিসার ইনচার্জ মোঃ নিজাম উদ্দিন জানান, অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।