স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কুমিল্লার নাঙ্গলকোটের কৃতি সন্তান এবং দৈনিক নয়াদেশ ও ডেইলি নিউজ এর সম্পাদক আলম কিরন। তিনি দীর্ঘদিন থেকে বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক লীগ কেন্দ্রীয় কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির এক সভা কেন্দ্রীয় সভাপতি আবুল হোসেন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী ৩ বছরের জন্য আলম কিরনকে বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।
আলম কিরনের বাড়ি নাঙ্গলকোট পৌরসভার দৌলতপুর গ্রামে। তিনি ছোটকাল থেকে বঙ্গবন্ধুর আদর্শে আস্থা ও বিশ্বাস রেখে ছাত্রলীগের রাজনীতিতে জড়িত হন। দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগের পর কাঙ্খিত পদ লাভ করায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা তাকে অভিনন্দন জানান।
প্রতিক্রিয়ায় আলম কিরন বলেন, বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি আবুল হোসেন মজুমদার সংগঠনের নেতৃবৃন্দের সিদ্ধান্তক্রমে আমাকে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও অভিনন্দন জানাচ্ছি। জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস রেখে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সমৃদ্ধ বাংলাদেশ গড়ার একজন সৈনিক হিসেবে কাজ করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করছি। এজন্য সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া প্রত্যাশী।