এবার উত্তরার আবাসিক হোস্টেল থেকে ক্যাসিনোর বিভিন্ন সামগ্রীসহ দুইটি মাহাজং মেশিন উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তরার চাইনিজ নাগরিক কেন্ট এর মালিকানাধীন কফি হাউজ ও চাইনিজ রেস্টুরেন্ট এবং বাণিজ্যিক আবাসিক হোস্টেল থেকে এসব সামগ্রী জব্দ করা হয়েছে।
সংস্থাটির মহাপরিচালক ড. সহিদুল ইসলাম রাইজিংবিডিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বনানীর নিউ ড্রাগন রেস্টুরেন্ট, নারায়ণগঞ্জের মোবাইল ফোন কারখানা, ব্যাটারি প্রস্তুতকারক ও পোল্ট্রি ফিড কারখানা থেকে ক্যাসিনো সরঞ্জাম উদ্ধার করেছিল সংস্থাটি।
শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, চাইনিজ নাগরিক জনৈক কেন্ট এর মালিকানাধীন ঢাকার উত্তরার ১৩ নম্বর সেক্টরের গাউসুল আজম অ্যাভিনিউতে হবনব কফি হাউজ ও চাইনিজ রেস্টুরেন্ট এবং বাণিজ্যিক আবাসিক হোস্টেল থেকে দুইটি ক্যাসিনোর ইলেক্ট্রিক গ্যাম্বলিং মেশিন- ‘মাহাজং’ উদ্ধার হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক কাউছার আলম পাটওয়ারী এবং কেফায়েতউল্লাহ মজুমদারের নেতৃত্বে ১৪ সদস্য বিশিষ্ট একটি গোয়েন্দা দল অভিযান পরিচালনা করে।
অভিযানে দেখা যায়, আমদানিকারক নিনাদ ট্রেড ইন্টারন্যাশনাল চায়না থেকে ২০১৮ সনের আগস্ট মাসে সাত সেট ক্যাসিনো খেলার মাহাজং মেশিন আমদানি করেন। আমদানিকৃত পণ্যসমূহ তিনি বিভিন্ন চাইনিজ ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে বিক্রি করেন। গোপন সংবাদ থাকায় কেন্টের মালিকানাধীন উত্তরার চাইনিজ হোস্টেল এবং হবনব কফি হাউসে অভিযান চালিয়ে এর সত্যতা মিলে। যদিও হবনব কফি হাউসে ব্যবহৃত ক্যাসিনো খেলার মাহাজং মেশিনটি আবাসিক হোস্টেলে লুকিয়ে রাখে। বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে কাস্টমস গোয়েন্দা দল আবাসিক হোস্টেল থেকে ক্যাসিনো খেলার মাহাজং মেশিন দুটি উদ্ধার করে।
ক্যাসিনো মেশিন দুটির আমদানি তথ্য পর্যালোচনা করে দেখা যায়, আমদানি স্তরে মিথ্যা ঘোষণার মাধ্যমে ক্যাসিনো মেশিন খালাসে আনুমানিক দুই লাখ ৮৫ হাজার টাকা শুল্ক ফাঁকি দেয়া হয়েছে। উদ্ধারকৃত পণ্যচালানের শুল্ক ফাঁকির বিষয়ে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।