জানা যায়, রবিবার (১৯ জুলাই) কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত ১২টি নমুনার রিপোর্টে ৭ জনের পজিটিভ আসে। আক্রান্তদের মধ্যে, খিলা ইউনিয়নের ৩ জন, হাসনাবাদ ইউনিয়নের ২ জন ও মৈশাতুয়া ইউনিয়নের ১ জন। এছাড়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও করোনা র্যাপিড রেসপন্স টিমের অন্যতম একজন সদস্য করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।
মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ও করোনা র্যাপিড রেসপন্স টিমের অন্যতম সদস্য ডা. রায়হান রাশেদ জানান, উপজেলায় এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ৮৫৭টি, রিপোর্ট এসেছে ৮৪৮টি। তাদের মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫৫ জন। মৃত্যুবরণ করেছেন ৬ জন। এখনো রিপোর্ট প্রক্রিয়াধীন ৯টি। আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে সুস্থ হয়েছেন ১১১ জন। বাকী ৪৪ জনকে হোম আসলোশানে নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা দেয়া হচ্ছে। এখানে এ পর্যন্ত ১২ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৭ জন।
কুমিল্লা জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ সমন্বয়ক এবং মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিসর্গ মেরাজ চৌধুরী করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।