স্টাফ রিপোর্টার:
কুমিল্লার লাকসামে বড় ভাই ইদ্রিস আলীর বিরুদ্ধে ছোট ভাই মুজাহিদুল ইসলাম (৫৫) কে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার উত্তরদা ইউনিয়নের পোলাইয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের বড় ভাই ইদ্রিস আলীকে গ্রেফতার করে রবিবার (১৯ জুলাই) কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।
নিহতের স্ত্রী পারভীন আক্তার অভিযোগ করে বলেন, আমার ভাসুর ইদ্রিস আলীর সাথে আমার স্বামীর সম্পত্তি সংক্রান্ত বিরোধ চলে আসছে। আমাদের ৫ মেয়ে। কোন ছেলে সন্তান না থাকায় তারা বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি করে আসছে। শনিবার (১৮ জুলাই) বিকেলে দুপুরে ইদ্রিস আলীর ছাগল আমাদের কিছু গাছ-গাছালি খেয়ে ফেলে। এ সময় আমার স্বামী ছাগলটি ধরে এনে বেঁধে রাখে। বিষয়টিকে কেন্দ্র করে উভয়ের মধ্যে তর্ক-বিতর্ক সৃষ্টি হয়। একপর্যায়ে ভাসুর ইদ্রিস আলী, তার ছেলে ইমরান হোসেন এবং নাতি মাহিরসহ পরিবারের অন্যান্য সদস্যরা মিলে আমার স্বামী মুজাহিদুল ইসলামকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে মুমুর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে লাকসামের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
খবর পেয়ে লাকসাম থানা পুলিশ মুজাহিদুল ইসলামের মরদেহ উদ্ধার করে। পুলিশ বড় ভাই ইদ্রিস আলীকে আটক করেছে। এই ঘটনায় নিহতের স্ত্রী পারভীন আক্তার বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
ইদ্রিস আলীর স্বজনরা হত্যার অভিযোগ অস্বীকার করে হার্ট অ্যাটাকে মুজাহিদুল ইসলাম মারা যান বলে জানান।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে দাফন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিহতের বড় ভাই ইদ্রিস আলীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।