ফারুক আল শারাহ:
কুমিল্লা জেলায় একদিনে আরও ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫,০৭৭। জেলায় করোনায় আক্রান্ত হয়ে নতুন করে ১ জনের প্রাণ যাওয়ায় এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১৩১ জন। আরও ৪৬ জন সুস্থ হওয়ায় সুস্থতার সংখ্যা দাঁড়ালো ৩,০৯৬ জন। এখনো চিকিৎসাধীন রয়েছেন ১,৯৮১ জন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ জুলাই) কুমিল্লায় ২১০টি নমুনার রিপোর্ট আসে। রিপোর্ট সমূহের মধ্যে ৪৭ জন পজিটিভ ও ১৬৩টি নেগেটিভ। আক্রান্তদের মধ্যে সিটি করপোরেশন ৬ জন, লাকসাম ৭ জন, নাঙ্গলকোট ৭ জন, মেঘনা ৬ জন, চান্দিনা ৪ জন, দেবিদ্বার ৩ জন ও বুড়িচং ৩ জন, চৌদ্দগ্রাম ৩ জন, বরুড়া ৩ জন, আর্দশ সদর ২ জন, হোমনায় ১ জন, লালমাই ১ জন ও মনোহরগঞ্জ উপজেলা ১ জন।
জেলায় একদিনে আরো একজন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। মারা যাওয়া ব্যক্তির বাড়ি চান্দিনা বলে জানা গেছে।
জেলায় আরও ৪৬ জন সুস্থ হয়েছেন। তাদের মধ্যে সিটি করপোরেশনে ৩৪ জন, নাঙ্গলকোট ৮ জন ও দেবিদ্বার উপজেলায় ৪ জন।
সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ জুলাই) পর্যন্ত কুমিল্লা জেলায় নমুনা সংগ্রহ হয়েছে ২৪,১৫১টি। রিপোর্ট এসেছে ২৪,০২৮টি। রিপোর্ট প্রক্রিয়াধীন ১২৩টি। প্রাপ্ত রিপোর্টে পজিটিভ ৫,০৭৭ জন এবং নেগেটিভ ১৮,৯৫১টি। তাদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ১৩১ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৩,০৯৬ জন। এখনো হোম আইসলোশান ও হাসপাতালে চিকিৎসাধীন ১,৯৮১ জন।
কুমিল্লা জেলা করোনা প্রতিরোধ সমন্বয়ক ডা. নিসর্গ মেরাজ চৌধুরী বলেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সবাইকে ফ্রন্টলাইন ফাইটারের ভূমিকা পালন করতে হবে। নিজে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি অন্যদেরকে তা মেনে চলতে উদ্বুদ্ধ করা গেলে দ্রুতই পরিস্থিতির উন্নতি সম্ভব।