মনির আহমেদ:
লাকসামে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। লাকসাম উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে উত্তরবাজারস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের লাকসাম উপজেলা সভাপতি মাসুদ রানা বেলাল।
সদ্যপ্রয়াত সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শফিউল বারী বাবুর সম্মানার্থে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কেক কাটা অনুষ্ঠান বাতিল করে শুধুমাত্র আলোচনা ও মিলাদ মাহফিলের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সিমাবদ্ধ রাখা হয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, লাকসাম উপজেলা বিএনপির আহবায়ক নুরুন্নবী চৌধুরী, লাকসাম পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আবুল হাসেম মানু, লাকসাম উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ন-আহবায়ক আবদুর রহমান বাদল, যুগ্ন-আহবায়ক হাজী নুর হোসেন, পৌর বিএনপির যুগ্ন-আহবায়ক মনির আহমেদ, উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক সিরাজুল ইসলাম। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সস্পাদক নুরে আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিসবাউল ইসলাম ফয়সাল। বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের লাকসাম পৌরসভা সাধারন সম্পাদক সোহেল আরমান।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবদল নেতা কাশেম গাদ্দাফী, উপজেলা কৃষকদলের সভাপতি মনিরুজ্জামান মনুু, স্বেচ্ছাসেবক দল লাকসাম পৌরসভার সাংগঠনিক সম্পাদক মাঈন উদ্দিন রুবেল, উপজেলা সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মাইনুদ্দিন সাকিব, ন.ফ.স কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ইয়াছিন ফাহাদ, ছাত্রদলের সাবেক উপজেলা যুগ্ন-সম্পাদক আলী হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা জাকির হোসেন, জামাল হোসেন, আবুল খায়ের, রবিউল হোসেন, খোরশেদ আলম, অহিদুর রহমান, ছায়েদুর রহমান, সোহেল রানা, কাজী আমীর, বাবুল মিয়া, সহিদ উল্লাহ, রুবেল, মহিন, সৈকত পাটওয়ারী, মোহাম্মদ সোহাগ, হাবিবুর রহমান, রাশেদ, জাহাঙ্গীর আলম, আবদুস সোবাহান, শহিদুল ইসলাম, সোহাগ, মাইনুদ্দিন ও কালাম। আলোচনা শেষে মিলাদ মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জননেতা তারেক রহমান, বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালামের সুস্থতা কামনা ও স্বেচ্ছাসেবক দলের সদ্যপ্রয়াত কেন্দ্রীয় সভাপতি শফিউল বারী বাবুর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।