স্টাফ রিপোর্টার: ধর্ম যার যার উৎসব সবার’- এ স্লোগানে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপুজা সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ নিরাপত্তা প্রদানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ বদ্ধপরিকর। এ লক্ষ্যে ইতোমধ্যে নারায়গঞ্জের বিভিন্ন এলাকায় পুলিশ প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নারায়নগঞ্জের সোনারগাঁও এবং বন্দর থানায় এ বিষয়ে ব্রিফিং করেন নারায়নগঞ্জ (খ) সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরেশেদ আলম।
বক্তব্যে তিনি বলেন- সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপুজা। নারায়নগঞ্জে সনাতন ধর্মাবলম্বীরা যাতে সুষ্ঠুভাবে পুজা পালন করতে পারে এজন্য আমরা পুলিশ সুপার মোঃ হারুনুর রশিদ মহোদয়ের এর নির্দেশনায় কাজ করে যাচ্ছি। নারায়নগঞ্জে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন তৎপর রয়েছে। সকলের সহযোগিতায় সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে নারায়নগঞ্জের সকল এলাকায় দুর্গাপুজা সম্পন্ন হবে বলে তিনি জানান। তিনি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।