স্টাফ রিপোর্টার:
জেসিআই বাংলাদেশ ফাউন্ডেশন’র চেয়ারম্যান নির্বাচিত হন (জেসিআই বাংলাদেশের ২০১৬ সনের ন্যাশনাল প্রেসিডেন্ট) লাকসামের কৃতি সন্তান, তরুণ শিল্প উদ্যোক্তা, ভাইয়া গ্রুপের ভাইস চেয়ারম্যান সাখাওয়াত হোসাইন মামুন।
জেসিআই বাংলাদেশ প্রতি বছর ৪০ বছরের কম বয়সী ১০ অসামান্য তরুণকে সম্মাননা দিয়ে আসছে। প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ জেসিআই টেন আউটস্ট্যান্ডিং ইয়াং পার্সনস (জেসিআই টয়োপ-২০২১) শিরোনামের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এরই ধারাবাহিকতায় চেয়ারম্যান নির্বাচিত হন সাখাওয়াত হোসাইন মামুন।
শুক্রবার (২৬ নভেম্বর) রাতে কক্সবাজারের একটি রিসোর্টে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এ ঘোষণা দেয়া হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুন সরওয়ার কামাল এবং কক্সবাজার-২ এর সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক।
জেসিআই বাংলাদেশের ২০২১ সালের জাতীয় সভাপতি হন নিয়াজ মোর্শেদ এলিট, মহাসচিব নির্বাচিত হন আহম্মেদ আশফাকুর রহমান। সে সময় আরও উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের জাতীয় নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এরফান হক, জাতীয় মহাসচিব রুমানা চৌধুরী, জাতীয় সহ-সভাপতি মাহমুদ-উন-নবী, বাংলাদেশ ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারপারসন ব্যারিস্টার আকিফ মাহির, জাতীয় কমিটি চেয়ার মেহেদী হোসেন, জাতীয় পরিচালক খাদিজা আক্তার ও কাজী ফাহাদ।
লাকসামের সাখাওয়াত হোসাইন মামুন জেসিআই বাংলাদেশ ফাউন্ডেশন’র চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন জানান। দায়িত্ব পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি সঠিকভাবে দায়িত্ব পালনে সকলের সহযোগিতা চেয়েছেন।