স্টাফ রিপোর্টার:
কুমিল্লার লাকসামে নেসলে বিডি লিমিটেড এর পরিবেশক সারোয়ান এন্টারপ্রাইজ এর গোডাউনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে বিপুল পরিমানে শিশুখাদ্য পুড়ে যায়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১.৩০ ঘটিকায় পৌরসভার নশরতপুরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
জানা যায়, আগুনের সুত্রপাত হলে সংশ্লিষ্ট দায়িত্বশীলরা স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দেন। তাৎক্ষনিক ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থল পৌঁছে আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ডে বিপুল পরিমাণ শিশু খাদ্য পুড়ে যায়। তাৎক্ষনিক ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লাকসাম থানায় লিখিতভাবে অভিযোগ দাখিল করা হয়েছে বলে জানান সারোয়ান এন্টারপ্রাইজের কর্নধার শাহাদাত হোসেন মুরাদ।