এবার আইফোন ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তাসহ একটি নোটিশ দিয়েছে। অ্যাপল ‘জেনুইন আইফোন ডিসপ্লে বিষয়ে’ নামে নতুন এ ঘোষণা দিয়েছে তাদের ওয়েবসাইটে।
এর মাধ্যমে প্রতিষ্ঠানটি আইফোন ১১, আইফোন ১১ প্রো এবং আইফোন ১১ প্রো ম্যাক্স-এর ক্রেতাদের সাবধান করে দিচ্ছে। এতে বলা হয়, আপনি যদি আইফোন ১১-এর মালিক হন এবং যদি আপনার ফোনের ডিসপ্লে ভেঙে যায় তবে অতি অবশ্যই অ্যাপল অনুমোদিত কারিগর দিয়ে অ্যাপল অনুমোদিত যন্ত্র ব্যবহার করে অ্যাপলের জেনুইন ডিসপ্লে ব্যবহার করেই সারাই করতে হবে।
যদি ঠিক যেভাবে বলা হয়েছে সেভাবে না করা হয় তবে, আপনার ফোনের হোম স্ক্রিনে একটি মেসেজ দেখাবে অন্তত চার দিন। ওই মেসেজে বলা থাকবে এ ডিসপ্লেটি অ্যাপল চিনছে না। অ্যাপল বলছে, ‘শুধু অ্যাপলের প্রশিক্ষণপ্রাপ্ত কারিগর এবং অ্যাপল অনুমোদিত যন্ত্র ব্যবহার করে আইফোন ডিসপ্লেগুলো প্রতিস্থাপন করা উচিত।’