মানুষের জীবন যাপনের মান এবং দেশের উন্নয়নে সামগ্রিক পরিকল্পনা করা দরকার বলে অভিমত ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।
শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘টেকসই নগর ও বসতি গড়তে পরিকল্পনা’ শীর্ষক নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্স এবং পরিকল্পনাবিদদের জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। এ সম্মেলন চলবে দুই দিন।
বাংলাদেশ ইনস্টিউট অব প্লেনার্সের (বিআইপি) সভাপতি অধ্যাপক একে এম আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন , ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. গোলাম রহমান, পরিকল্পনাবিদ ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. আকতার মাহমুদ এবং বিআইপির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান।
পরিকল্পনাবিদদের উদ্দেশ্যে মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, পূর্বাচল একটা নতুন সিটি। সেখানে এখনো সেভাবে বসতি গড়ে উঠেনি। ওই এলাকায় এখনই যানজট শুরু হয়েছে। একটা নতুন সিটির পরিকল্পনা কেন সবদিক বিবেচনা করে করা হয়নি? আপনারা বলছেন, প্রত্যেক উপজেলা ও পৌরসভায় পরিকল্পনাবিদ দরকার। তারা সেখানে গিয়ে কি করবে। আগে দেশের সামগ্রিক পরিকল্পনা করেন। কোন এলাকায় কি কি স্থাপনা হবে এবং মানুষ কিভাবে সুযোগ সুবিধা ভোগ করবে সেটা নিয়ে চিন্তা করেন। সামগ্রিক পরিকল্পনা করলে উপজেলা ও পৌরসভায় তাদেরকে দেওয়া যায়।
সভাপতির বক্তব্যে ড. আবুল কালাম বলেন, পরিকল্পিত উন্নয়নের জন্য দরকার পরিকল্পনাবিদ। কিন্তু সরকার তাদের জন্য কোনো খাত সৃষ্টি না করায় তারা অন্য পেশায় চলে যাচ্ছেন। উপজেলা, পৌরসভাগুলোর উন্নয়নে
পরিকল্পনাবিদ নিয়োগ দিলে সরকারের এসডিজি বাস্তবায়ন আরো শক্তিশালী হবে।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী ইশতেহার ‘আমার গ্রাম আমার শহর’। ২০২১, ২০৩০ ও ২০৪১ সালের যে উন্নয়নের লক্ষ্যমাত্রা সেটাই আমার গ্রাম আমার শহর বাস্তবায়নের নমুনা। তবে উন্নয়ন হতে হবে পরিকল্পনা অনুযায়ি। প্রতিটি গ্রাম যদি ঢাকা শহরের মতো করে উন্নয়ন হয় তাহলে মানুষের দূর্ভোগ আরো বাড়বে।
অধ্যাপক ড. আকতার মাহমুদ বলেন, গবেষণায় দেখা গেছে, ২০৪০ সালে মোট জনসংখ্যার প্রায় অর্ধেক লোক নগরে বসবাস করবে। সে লক্ষ্য ঠিক রেখে পরিকল্পনা অনুযায়ি নগরগুলোকে উন্নয়ন করতে হবে। একইসঙ্গে জেলা, উপজেলা ও পৌরসভাগুলো পরিকল্পনা নিয়ে উন্নয়ন কাজ করতে হবে। তাহলে দেশে প্রকৃত উন্নয়ন হবে।