মোবাইল ফোনে পরিচয় হওয়া প্রেমিকার সাথে দেখা করতে এসে অপহরণের শিকার হন আরিফ (২২) নামে এক যুবক। শুক্রবার ( ৪ অক্টোবর) রাতে সিদ্ধিরগঞ্জের চৌধুরীবাড়ির আরকে গার্মেন্টস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে । জানা যায়, আরিফ পটুয়াখালী থেকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তার প্রেমিকার সঙ্গে দেখা করতে আসেন।
মামলা সূত্রে জানা যায়, সুমি (২১) নামে এক তরুণীর সঙ্গে মোবাইল ফোনে পরিচয় হয় ভুক্তভোগী আরিফের। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। সুমি সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের একটি গার্মেন্টসে চাকরি করেন। আরিফকেও গার্মেন্টে চাকরি দেয়ার আশ্বাস দেয় সুমি। গত ৩রা অক্টোবর পটুয়াখালীর নিজগ্রাম থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হয় আরিফ। ৪ঠা অক্টোবর বিকাল ৫টার দিকে সিদ্ধিরগঞ্জের চৌধুরীবাড়ির আরকে গার্মেন্টসের পশ্চিম পাশে পার্টনার হোসিয়ারি নামক দোকানের সামনে সুমির সঙ্গে দেখা করেন। দোকানের সামনে কথা বলার সময় সেলিম, জনি ও ফারুক ধমক দিয়ে সুমিকে তাড়িয়ে দিয়ে আরিফকে দোকানের ভেতর আটকে রাখে। পরে আরিফের মোবাইল দিয়ে তার খালার কাছে কল করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।
এ ঘটনায় আরিফের খালা সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ করলে পুলিশ উদ্ধার অভিযান চালিয়ে আরিফকে উদ্ধার করে এবং অপহরণকারী চক্রের ৩ সদস্যকে আটক করে। আটককৃতরা হলেন সিদ্ধিরগঞ্জের গোদনাইল রসূলবাগ এলাকার মৃত শুকুর আলীর ছেলে সেলিম রেজা (৩২), বন্দরের বাদল মিয়ার ছেলে জনি (১৯), সিদ্ধিরগঞ্জের এনায়েতনগর এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে মো. ফারুক (৪২)।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগের ভিত্তিতে তিনজনকে আটক করা হয়েছে এবং ঘটনার শিকার আরিফ বাদী হয়ে মামলা দায়ের করেছেন।