বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রাণের উৎসব, শারদীয় দুর্গোৎসব। ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুক্রবার সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এই ধর্মীয় উৎসব শুরু হয়েছে। মন্দিরে মন্দিরে এখন উলুধ্বনি, শঙ্খ, কাঁসর আর ঢাকের বাদ্যি।
ভক্তদের আবাহন আর পুরোহিতের মন্ত্রোচ্চারণে দেবী দুর্গা প্রসন্ন হন। সন্ধ্যায় ধূপ-ধুনোয় ভক্তদের নৃত্য আরতি, আর বর্ণাঢ্য আলোকচ্ছটায় উদ্ভাসিত পূজামণ্ডপগুলো।