স্টাফ রিপোর্টার: ধর্ম যার যার, উৎসব সবার- এ স্লোগানে সারাদেশে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে পালিত হচ্ছে সনাতন ধর্মীবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে নারায়নগঞ্জের ঐতিহ্যবাহী সোনারগাঁ এর পঞ্চমীঘাট পূজামণ্ডপ সহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদশন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি। এসময় নারায়গঞ্জের পুলিশ সুপার হারুনুর রশিদ বিপিএম (বার), পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (নারায়নগঞ্জ খ সার্কেল) মোঃ খোরশেদ আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বাংলাদেশের মানুষ নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারছে। সকল ধর্মের মানুষকে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রেখে বসবাস করতে হবে।
নারায়নগঞ্জে পূজা মন্ডপগুলোতে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।