স্টাফ রিপোর্টার:
কুমিল্লার লাকসামে মো. নুরুল ইসলাম (৬৫) নামক এক ক্ষুদ্র ব্যবসায়ী অজ্ঞাত দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নির্মমভাবে খুন হয়েছেন। আজ রোববার সকালে উপজেলার মুদাফরগঞ্জ বাজার থেকে লাকসাম থানা পুলিশ ওই ব্যবসায়ীর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে। তিনি চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলার ধেররা গ্রামের মৃত আলী আকবরের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মো. নুরুল ইসলাম প্রায় একযুগের অধিক সময় ধরে মুদাফরগঞ্জ বাজারে বাঁশ ও বেতের তৈরি নানা রকম জিনিষপত্র বিক্রি করে আসছেন। তিনি ওই বাজারে একটি ছাপড়া ঘরে থাকেন। সেখানে আরো অনেকগুলো ছাপগা ঘর রয়েছে। বাজারের অন্যান্য ক্ষুদ্র ব্যবসায়ীরাও সেখানে বিভিন্ন ধরণের মালামাল রাখেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ বাজারের ব্যবসায়ীদের ধারণা, ওই ব্যবসায়ী হয়তো রাতের যে কোন সময় সেখানে কোনো ধরণের অপকর্মকারী দর্বৃত্ত, জুয়াড়ি কিংবা মাদকাসক্তদের দেখে বাধা দেন। যার ফলে ক্ষিপ্ত হয়ে তারা ওই ব্যবসায়ীকে উপর্যপুরি ছুরিকাঘাতে খুন করেছে।
আজ রোববার স্থানীয় কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী সেখানে গিয়ে হঠাৎ রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে লাকসাম থানা পুলিশকে সংবাদ দেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
মুদাফরগঞ্জ (উত্তর) ইউপি চেয়ারম্যান মো. শাহিদুল ইসলাম শাহিন জানান, অত্যন্ত নিরীহ প্রকৃৃতির এই লোকটি দীর্ঘ ১২/১৩ বছর ধরে মুদাফরগঞ্জ বাজারে থেকে ক্ষুদ্র ব্যবসা করে আসছেন। এই বয়োবৃদ্ধ লোকটির কোনো শত্রু থাকার কথা নয়।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত লাশের শরীরে অনেকগুলো ছুুরিকাঘাতের চিহ্ন রয়েছ। মামলার প্রস্তুতি চলছে। বিষয়টি উদ্ঘাটনে অত্যন্ত নিবিড় তদন্ত করা হচ্ছে।