স্টাফ রিপোর্টার: লাকসাম উপজেলার আজগরা হাজী আলতাপ আলী হাইস্কুল এণ্ড কলেজের এসএসসি-২০২১ইং পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে বার্ষিক মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১১ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১১ টায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ তপন সাহার সভাপতিত্বে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজগরা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, দাতা সদস্য মিনহাজুল আলম রুমন, সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন, অবিভাবক সদস্য আজগর হোসেন, শিক্ষক প্রতিনিধি ওমর ফারুক, প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী, অবিভাবকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার বলেন, আজকের শিশুরা আগামীদিনের ভবিষ্যত। আগামীদিনে তোমাদেরকেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে। দেশে সু-শাসন প্রতিষ্ঠায় তোমাদেরই যোগ্য নাগরিক হিসেবে তৈরি হতে হবে। তবেই দেশ দূর্নীতি ও সন্ত্রাসমুক্ত হবে। পিতামাতা সহ গুরুজনদের প্রতি শ্রদ্ধা করার ব্যাপারেও তিনি গুরুত্বারোপ করেন।
অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম আলতাপ আলী সাহেবের স্মৃতি স্মারণ করে বলেন, আলতাপ আলী সাহেব এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। যার সুফল অত্র অঞ্চল সহ দেশের ছেলে-মেয়েরা ভোগ করে আসছে।
অবিভাবক সদস্য আজগর হোসেন বলেন, ভালো ফলাফলের জন্য শিক্ষকদের আরও আন্তরিক এবং দায়িত্বশীল হতে হবে। শিক্ষক শিক্ষার্থী ও অবিভাবকের সম্মিলিত প্রচেষ্টায় কাঙ্ক্ষিত ফলাফল করা সম্ভব।
প্রভাষক সাব্বির রশিদের সঞ্চালনায় বিদায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন, জাহাঙ্গীর আলম, সাবেক শিক্ষক মোঃ আব্দুল করিম, মোঃ নুরুজ্জামান জাহাঙ্গীর, মাওলানা মোঃ মকবুল আহমেদ। বক্তব্য শেষে বিদায়ী ছাত্র-ছাত্রীদের সফলতা কামনা করে মিলাদ ও বিশেষ মোনাজাত করা হয়।