স্টাফ রিপোর্টার: শুক্রবার (৫ নভেম্বর) লাকসাম উপজেলার আজগরা ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে ৪নং ওয়ার্ড বড়বাম আওয়ামী লীগ সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহবায়ক আবদুর রহমান মুকুলের সঞ্চালনায় বড়বাম ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে নৌকা মার্কার নির্বাচনকালীন উঠান বৈঠক সম্পন্ন হয়। উঠান বৈঠকের সার্বিক সহযোগিতা করেন ইউপি সদস্য বাচ্চ মিয়া।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ৭নং আজগরা ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নৌকার মনোনীত প্রার্থী, ইউনিয়ন আওয়ামী যুবলীগ সভাপতি নজরুল ইসলাম মজুমদার। অনুষ্ঠানের সভাপতি আব্দুস সাত্তার স্বাগত বক্তব্য প্রদান করেন। তিনি তার বক্তৃতায় এলাকার মানুষের চাওয়া পাওয়াগুলো তুলে ধরেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মানুষ পরিবর্তন চেয়েছেন। মাননীয় মন্ত্রী মহোদয় জনাব আলহাজ্ব মোঃ তাজুল ইসলাম সাহেব গণমানুষের চাহিদা বিবেচনায় নিয়ে আমাকে আজগরা ইউনিয়নে নৌকার প্রার্থী হিসেবে মনোয়ন দেন। আমি মন্ত্রী মহোদয় ও লাকসাম উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ এবং আজগরা ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মাননীয় মন্ত্রী মহোদয় ও নেতা-কর্মীরা আমার প্রতি যে আস্থা ও বিশ্বাস রেখেছেন তা আমি বাস্তবায়ন করতে বদ্ধপরিকর।
ইউনিয়নের সাধারণ জনগন যেনো তারা তাদের পুর্নাঙ্গ অধিকার ফিরে পায় সেই বিষয়ে আমি সদা চেষ্টা করবো। আপনারা যে দাবিগুলো উত্থাপন করেছেন সেগুলো আমি গুরুত্বের সাথে বিবেচনায় নিয়েছি। ইনশাআল্লাহ্ সবগুলো দাবি সময়ের পরিক্রমায় সফলভানে বাস্তবায়ন হবে।
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, কিছু বিপদগামী নেতা দলের ভেতর অন্তঃকোন্দল সৃষ্টি করার পায়তারা করছে। আপনারা সবাই সতর্ক থাকবেন। উন্নয়ন বিরোধীরা কোনক্রমেই যেনো উন্নয়ন বাধাগ্রস্ত করতে না পারে সেদিকেও আমাদের সতর্ক থাকতে হবে। উন্নয়ন অব্যাহত রাখতে ২০২৩ সালের জাতীয় নির্বাচনে মাননীয় মন্ত্রী মহোদয়কে বিজয়ী করতে হবে। সেই লক্ষ্য কে সামনে রেখে সকল নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যাওয়ার অনুরোধ করছি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আজগরা ইউনিয়ন আওয়ামীলীগ সহসভাপতি মাস্টার জাকির হোসেন, সাধারণ সম্পাদক মাস্টার বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক বেলায়েত হোসেন, আইন বিষয়ক সম্পাদক গোলাম রাব্বানী, মহিলা আওয়ামিলীগ সভানেত্রী বেগম রোকেয়া, উপজেলা যুবলীগ সদস্য গিয়াস উদ্দিন মজুমদার টিটু, যুবলীগ সাধারণ সম্পাদক জামাল হোসেন জুয়েল, সেচ্ছাসেবক লীগ সভাপতি নজরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম খান বাবলু, ছাত্রলীগ সভাপতি শাহাদাত হোসেন সোহাগ, সাধারণ সম্পাদক হায়াতুন্নবী, বড়বাম ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ এয়াকুব শরীফ, আবদুল বারী, মাওলানা আব্দুল কাদির, আবদুল মতিন, ইউপি সদস্য বাচ্চু মিয়া, ইব্রাহিম খলিল, শাহাজান আজাদ, রাসেল, ফারুক সহ আজগরা ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।