(প্রতীকি ছবি)
কুমিল্লার নাঙ্গলকোটে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নুরুল্লাহ মজুমদারের বিরুদ্ধে উপজেলা বিএনপি অফিসে তালা দেয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক মোবাশ্বের আলম ভূঁইয়া এ অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০০৭ সালে তৎকালীন নাঙ্গলকোট উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বর্তমানে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হরিপুর গ্রামের অধ্যক্ষ নুরুল্লাহ মজুমদারের কাছ থেকে পৌর বাজারের ৯ শতক জায়গা দোকান ঘরসহ ক্রয় করেন সাবেক উপজেলা বিএনপি’র আহবায়ক মোবাশ্বের আলম ভূঁইয়া। এরপর তিনি একটি ঘরে উপজেলা বিএনপির অফিস হিসেবে ব্যবহার করে আসছিলেন। প্রায় এক যুগ পর গত ২৯ সেপ্টেম্বর রাতে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল্লাহ মজুমদারের নেতৃত্বে বিএনপি অফিসের তালা ভেঙ্গে আসবাবপত্র নিয়ে অন্য একটি তালা লাগিয়ে দেন।
উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, আমি বিষয়টি স্থানীয় উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র এবং থানার ওসি (তদন্ত) কে অবহিত করেছি।
আওয়ামীলীগ নেতা অধ্যাপক নুরুল্লাহ মজুমদারের মুঠোফোনে ফোন দিয়েও তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে নাঙ্গলকোট থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, বিএনপি’র অফিসে তালা দেয়ার বিষয়ে থানায় কেউ অভিযোগ করেননি।