স্টাফ রিপোর্টার: ৫ সেপ্টেম্বর-২০২৪ রাত ১০টায় কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়ন এলডিপি কর্মী মো. ফাহিমের বাড়িতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ চালানোর অভিযোগ পাওয়া গেছে। এতে তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন।
ফাহিমের মা মোসাম্মদ পারভীন আক্তারের সাথে কথা হলে কান্নাজড়িত কন্ঠে তিনি জানান, ১৫ জুলাইয়ের পর থেকে মো. ফাহিম ফেসবুক ও সামাজিক যোগাযোগমাধ্যমে কোটা আন্দোলন ও নির্বিচারে ছাত্রদের উপর গুলি করার জন্য আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। এতে তারা ক্ষুব্ধ হয়ে মো. ফাহিমের বাড়িতে হামলা চালায়।
ফাহিমের মা অভিযোগ করে বলেন, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের কর্মীরা রাতের অন্ধকারে আমাদের বাড়ি ভাংচুর করে ও আমাদের একটি পোশা কুকুরকে হত্যা করে। তারা আমার ছেলে মো. ফাহিমকে মেরে ফেলার হুমকি-ধমকি দেয়।
ফাহিমের মা আরো বলেন, ফাহিম দেশে থাকা অবস্থায় দুইবার তাকে মারধর করা হয়। দেশত্যাগ করার পরেও ফাহিমের খোঁজে তারা অনেকবার বাড়িতে হামলা ও ভাংচুর চালায়। এতে ফাহিমের পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছেন। বাধ্য হয়ে তারা পুলিশ স্টেশনে গেলেও পুলিশ তাদের নিরাপত্তা দিতে অস্বীকার করেন।
বর্তমানে ফাহিমের বাবা-মা চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন। বাড়িতে থাকলে যে কোনো সময় তার বাবা-মায়ের উপর হামলা হতে পারে- এ আশঙ্কায় তারা পালিয়ে বেড়াচ্ছেন। পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় তারা বাড়িতে ফিরতে পারছেন না।