জিডি সূত্রে জানা যায়, স্কুল ছাত্র ইয়াসিন আরাফাত শুক্রবার (১২ নভেম্বর) দুপুর ১২:৫৪ ঘটিকায় কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের হযরত আলী (রা.) ছাত্রাবাস (৪নং হোস্টেল) থেকে জুমার নামাজের উদ্দেশ্যে বেরিয়ে আর ফিরে আসেনি। আত্মীয়-স্বজনের বাড়ি সহ সম্ভাব্য সকল স্থানে যোগাযোগ করেও তার সন্ধান পাওয়া যায়নি।
ছাত্রাবাস থেকে বেরিয়ে যাওয়ার সময় স্কুল ছাত্র ইয়াসিনের পরনে ছিল কালো ও সাদা রংয়ের চেক শার্ট এবং জিন্স প্যান্ট। তার গায়ের রং শ্যামলা, মুখমন্ডল গোলাকার, শারীরীক গঠন ভালো। উচ্চতা আনুমানিক ৪ ফুট ৫ ইঞ্চি।
স্কুল ছাত্র ইয়াসিন আরাফাতের বাবা ইয়াকুব আলী ও মাতা বিবি হাওয়া ছেলের নিখোঁজের পর থেকে চরম দুশ্চিন্তায় রয়েছেন। আদরের সন্তানের সন্ধান নিশ্চিতে তারা আইন-শৃঙ্খলা বাহিনী সহ সকলের সহযোগিতা চেয়েছেন। কেউ তার সন্ধান পেলে ০১৭১৪-৩৪৮৭৫২ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।