“নাঙ্গলকোটে সন্ত্রাসী হামলায় এক প্রবাসী গুরুতর আহত” শিরোনামে গত ৩০ অক্টোবর নাঙ্গলকোট নিউজ ২৪ ডট কম, ৩১ অক্টোবর হাজারিকা প্রতিদিন পত্রিকা ও এফএনএস অনলাইন পোর্টালসহ অন্যান্য পত্রিকা, অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি প্রকাশিত হয়। এতে বলা হয় কুমিল্লার নাঙ্গলকোটের কনকৈইজ গ্রামের ওবায়েদ উল্লাহ (৫০) নামের এক কুয়েত প্রবাসীর উপর বৃহস্পতিবার সকালে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ সময় সন্ত্রাসী সোহেল রানা, ফয়েজ আহম্মেদ, ওমর ফারুকসহ ১৫-২০ জন ধারালো অস্ত্র,রড ও দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। উক্ত ঘটনাটিতে আমাকেও জড়ানো হয়েছে। অথচ এ বিষয়ে আমি কিছুই জানিনা। এমনকি উক্ত ঘটনায় আমার কোন প্রকার সংশ্লিষ্টতাও নাই। আমি দুইবার মক্রবপুর ইউপির ৯নং ওয়ার্ডের মেম্বার ছিলাম। বর্তমানে আমি রাজননৈতিক ও সামাজিক বিভিন্ন উন্নয়ন ও কল্যানমূলক কর্মকান্ডের সাথে জড়িত। শিক্ষার উন্নয়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যুৎসাহী হিসেবে প্রতিনিধিত্ব করে আসছি। একটি সামাজিক কুচক্রীমহল ঈর্ষাণ্বিত হয়ে দীর্ঘদিন যাবৎ আমার রাজনৈতিক সুনাম ও সামাজিক মর্যদা নষ্ট করা ও আমাকে হীনচরিত্রার্থ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই আমাকে ঘিরে আমার বিরুদ্ধে যে মিথ্যা, বানোয়াট, ষড়যন্ত্রমূলম ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদটি প্রকাশ করা হয়েছে । আমি উক্ত সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মোঃ মোজাম্মেল হক মজুমদার
সাবেক মেম্বার
গ্রাম-ভূলুয়াপাড়া
নাঙ্গলকোট, কুমিল্লা।