স্টাফ রিপোর্টার: অনলাইনে কুমিল্লা সরকারি সিটি কলেজে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। ৩১ অক্টোবর থেকে এ পরীক্ষা শুরু হয়।
জানা যায়, মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। চলমান পরিস্থিতিতে শিক্ষার্থীরা যাতে শিক্ষাবিমুখ না হয় সে লক্ষ্যে প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন কুমিল্লা সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর ফরিদ আহমেদ। তিনি কলেজের শিক্ষার্থীদের অনলাইনে ক্লাশের পদক্ষেপ নিয়েছেন। শিক্ষার্থীরা যেন নিয়মিত ক্লাশে অংশ নেন এজন্য তিনি সার্বক্ষনিক তদারকি করে আসছেন। অধ্যক্ষের এ উদ্যোগে শিক্ষার্থীরা স্বতঃস্ফুর্তভাবে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করে আসছে।
অনলাইন ক্লাশের সাফল্যের পর এবার কলেজ অধ্যক্ষ প্রফেসর ফরিদ আহমেদ অনলাইনে পরীক্ষা নেয়ারও পদক্ষেপ নেন। পরিকল্পনা অনুযায়ী গত ৩১ অক্টোবর থেকে অনলাইনে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। কলেজ অধ্যক্ষের এমন ব্যতিক্রম ও সময়োপযোগী পদক্ষেপে খুশি কলেজের শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। তারা অধ্যক্ষকে অভিনন্দন জানান।