মুজিবুর রহমান দুলাল: সনাতন হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার চতুর্থ দিন সোমবার অনুষ্ঠিত হয়েছে মহানবমী পুজা। লাকসামের পূজা মন্ডপগুলোতে বইছে উৎসবের আমেজ। ওই দিন সকাল সাড়ে ৭ টায় পূজা শুরু হয়। সন্ধায় পূজামন্ডপগুলোতে অনুষ্ঠিত হয় সন্ধা আরতি। ওই সময় যেন দেবীর বিদায়ের সুর বেজে উঠে।
দেবী দুর্গার শেষ দর্শন পেতে এবং দেবীর চরণে শেষ ভক্তি জানাতে প্রতিটি মন্দির ও পুজামন্ডপে নারি-পুরুষ ও শিশু-কিশোরসহ অসংখ্য ভক্তবৃন্দ ও দর্শনার্থীরা ভিড় জমায়। ওই সময় ঢাক-ঢোল কাঁসা এবং শঙ্খের আওয়াজে মূখরিত হয়ে উঠে পূজামন্ডপ প্রাঙ্গণ। দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন আলোকসজ্জায় বর্ণিল সাজে সাজানো হয়েছে লাকসামের পুজামন্ডপগুলো।
আজ মঙ্গলবার বিজয়া দশমী। সকাল ৭টায় পূজা সমাপন এবং দর্পণ বিসর্জন হবে সকাল ৮টায়। বিকেলে প্রতীমা বিসর্জন ও শান্তিজল গ্রহণের মধ্যদিয়ে শেষ হবে পাঁচদিনব্যাপি এই শারদীয় দুর্গোৎসব।
লাকসাম উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দূর্জয় সাহা জানান, পৌর এলাকার প্রতিটি মন্ডপ থেকে প্রতীমাগুলো লাকসাম জগন্নাথ বাড়ির সামনে এনে রাখা হবে এবং জগন্নাথ দেবালয়ের দীঘিতে বিসর্জন দেওয়া হবে।
এদিকে গতকাল সোমবার লাকসাম উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মো. ইউনুস ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সাইফুল আলম, পৌরসভা মেয়র অধ্যাপক মো. আবুল খায়ের, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান পড়শী সাহা পূজামন্ডপগুলো পরিদর্শন করেন।
লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সাইফুল আলম জানান, এবার লাকসাম পৌরসভা এলাকায় ১৮টিসহ উপজেলায় মোট ৩৪টি পূজামন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, পূজা মন্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের লক্ষ্যে পুলিশ প্রশাসন, পূজা উদযাপন পরিষদ এবং প্রতিটি পূজামন্ডপের নেতৃবৃন্দের সহযোগিতায় আইন-শৃংখলারক্ষা বাহিনীর কঠোর নজরদারির ফলে অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে সার্বজনীন শারদীয় দুর্গোৎসব পালিত হয়।
লাকসাম থানার পুলিশ পরিদর্শক ও অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, পুূজা মন্ডপগুলোতে আইন-শৃংখলা রক্ষায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া, সমন্বিত সহযোগিতার ফলে শারদীয় দুর্গোৎসবে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনার অভিযোগ পাওয়া যায়নি। তবে প্রতীমা বিসর্জনের সময়ও যেন কোনো ধরণের সমস্যা না হয় সেজন্য পুলিশসহ আইন-শৃংখলা রক্ষায় নিয়োজিত অন্যান্য বাহিনীর কঠোর নজরদারী থাকবে।
লাকসাম উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দূর্জয় সাহা পুলিশ প্রশাসন, পূজা উদযাপন পরিষদ এবং প্রতিটি পূজামন্ডপের নেতৃবৃন্দের সহযোগিতায় অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে সার্বজনীন শারদীয় দুর্গোৎসব পালিত হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।