স্টাফ রিপোর্টার: মনোহরগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের মানুষকে কম খরচে সুচিকিৎসা দেয়ার প্রত্যয়ে ২৪ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টায় শুভ উদ্বোধন যাচ্ছে ‘ফেয়ার মেডিকেল সেন্টার’। মনোহরগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের রোগীদের স্বল্প খরচে সর্বাধুনিক চিকিৎসা দেয়াই এ প্রতিষ্ঠানটির মুল লক্ষ্য বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।
জানা যায়- জলাঞ্চল নামে খ্যাত মনোহরগঞ্জ উপজেলা ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত। মনোহরগঞ্জ উপজেলা সদরে বেসরকারি চিকিৎসায় ভালোমানের কোন হাসপাতাল নেই। এতে এখানকার মানুষ সুচিকিৎসা বঞ্চিত। বিষয়টি বিবেচনায় নিয়ে মনোহরগঞ্জ স্কুল এন্ড কলেজ সংলগ্ন কালাম সুপার মার্কেটে সম্পূর্ণ মনোরম ও কোলাহলমুক্ত পরিবেশে ২৪ অক্টোবর যাত্রা শুরু করতে যাচ্ছে ফেয়ার মেডিকেল সেন্টার। প্রাথমিকভাবে ডায়াগনষ্টিক আকারে প্রতিষ্ঠানটি পথচলা শুরু করলেও রোগীদের চাহিদার কথা বিবেচনায় নিয়ে এটি পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। মনোহরগঞ্জের গ্রামীন জনপদের সকল শ্রেণী-পেশার মানুষকে স্বল্প সময়ে-কম খরচে হয়রানিমুক্ত সর্বাধুনিক চিকিৎসা দেয়াই এ হসপিটালের মূল লক্ষ্য। হসপিটালতে সপ্তাহের প্রতিদিনই প্রায় সকল বিভাগের বিশেষজ্ঞ ডাক্তাররা চিকিৎসা সেবা দিবেন। এছাড়া, এক্স-রে, আল্ট্রাসনোগ্রাম, ইসিজি, এন্ডোসকপি, ইকোকার্ডিওগ্রাম সহ সকল প্যাথলজি সুবিধা পাওয়া যাবে।
হাসপাতালের চেয়ারম্যান আলহাজ্ব মীর মোঃ আবু বাকার ও ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম হেলাল ও ভাইস চেয়ারম্যান রমিজ উদ্দীন বলেন- দীর্ঘদিন হাসপাতাল পরিচালনা অভিজ্ঞতা থাকায় মনোহরগঞ্জের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের অনুরোধে এখানে ফেয়ার মেডিকেল সেন্টার যাত্রা শুরু করতে যাচ্ছি। এজন্য মহান আলাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন এবং মনোহরগঞ্জবাসীকে অভিনন্দন জানাচ্ছি। গ্রামীন এলাকার মানুষকে কম খরচে সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে মানবিক সেবা দেয়াই আমাদের লক্ষ্য। রোগমুক্ত সুস্থ ও নিরাপদ জীবন নিশ্চিত করতে ফেয়ার মেডিকেল সেন্টারে আসুন, চিকিৎসা সেবা নিন। পথচলায় আমরা মনোহরগঞ্জের সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করছি।