স্টাফ রিপোর্টার: ভারতের ত্রিপুরা রাজ্য সরকারের পর্যটন, পানি ও পয়নিস্কাশন এবং তফশিলি সম্প্রদায়ের কল্যাণ মন্ত্রী রতন ভৌমিকের সাথে সৌজন্য সাক্ষাত করেন আলোকিত দেশ ২৪ ও মুক্তির লড়াই পত্রিকার সম্পাদক কামরুজ্জামান জনি ও বরুড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক আমাদের সময় বরুড়া প্রতিনিধি ইলিয়াছ আহমদ। মন্ত্রীর আমন্ত্রণে বৃহস্পতিবার তাঁর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। এসময় সাথে ছিলেন ত্রিপুরা’র সাবেক এমএলএ (এমপি) তাপস দে, ত্রিপুরা থেকে প্রকাশিত দৈনিক দেশের কথা পত্রিকার সম্পাদক সমীর পাল। এ সময় দুই দেশের পর্যটন, সংস্কৃতি ও পরিবেশ নিয়ে দু পক্ষের মাঝে আলোচনা অনুষ্ঠিত হয়।