স্টাফ রিপোর্টার: গত ২২ অক্টোবর নাঙ্গলকোট উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের আটিয়াবাড়ি গ্রামের মোঃ মাহফুজ আলম নামে জন্মগতভাবে এক প্রতিবন্ধি ছেলে হারিয়ে যায়। হারিয়ে যাওয়ার তিনদিনেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। কেউ তার সন্ধান পেলে পরিবারের পক্ষ থেকে যোগাযোযোগের জন্য অনুরোধ করা হয়েছে।
জানা যায়, নাঙ্গলকোটের আটিয়াবাড়ি গ্রামের মোঃ মাহফুজ আলম জন্মগতভাবে প্রতিবন্ধি। তার আনুমানিক বয়স ১২/১৩ বছর। সে তেমন কথা বলতে পারেনা। গত ২২ অক্টোবর সে আত্মীয়ের বাড়ি মনোহরগঞ্জের হাতিমারা গ্রামের উদ্দেশ্যে বাড়ি থেকে রওয়ানা করে। পরে একটি রিক্সাযোগে হাতিমারা জেঠার দোকান নামক স্থানে রিক্সা থেকে নেমে যায়। দীর্ঘসময়ও সে তার আত্মীয়ের বাড়ি না পৌঁছায় সম্ভাব্য সবস্থানে যোগাযোগ করেও তার সন্ধান পায়নি পরিবার। হারিয়ে যাওয়ার সময় তার পরনে লুঙ্গি, শার্ট ও মাথায় একটি ক্যাপ ছিল। হারিয়ে যাওয়ার তিনদিনেও তার সন্ধান না পাওয়ায় পরিবারের লোকজন কান্নাকাটি করছেন। কোন হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে ০১৭৪৮৩২৬৫৭৮ মোবাইলে ফোন করে জানাতে অনুরোধ করা হয়েছে।