আবুল কালাম: কুমিল্লার লাকসামের অশ্বতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জেসমিন আক্তারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। উপবৃত্তির অর্থ আত্মসাৎ, অতিরিক্ত পরীক্ষার ফি আদায় ও অসদাচরণের অভিযোগ এনে ভূক্তভোগী অভিভাবকরা কুমিল্লা জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ দাখিল করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, লাকসাম উপজেলার অশ্বতলা একটি স্বীকৃত দরিদ্র পল্লীগ্রাম। এ গ্রামের প্রায় শতভাগ মানুষই দারিদ্রসীমার নিচে বাস করে। অসচেতনতার সুযোগ নিয়ে প্রধান শিক্ষিকা জেসমিন আক্তার বিভিন্ন উন্নয়ন কাজে দুর্নীতি, ২০১৮ সালের উপবৃত্তি চাহিদাপত্রে পরিবারের সদস্য ও নিজের ফোন নম্বর ব্যবহার করে অর্থ আত্মসাৎ, ২০১৮ সালের পরীক্ষার্থীদের থেকে কেন্দ্র ফি’র কথা বলে ৭শ’ টাকা হারে আদায়, প্রতিটি সাময়িক ও বার্ষিক পরীক্ষায় অতিরিক্ত ফি আদা, অভিভাবকদের সাথে খারাপ আচরণ করে আসছেন।
ওই শিক্ষিকা (চ.দা) এ বিদ্যালয়ে যোগদানের পর হতে লেখাপড়ার মানের নি¤œগতি, ধীরে ধীরে অধিক হারে শিক্ষার্থী ঝরে পড়ছে। এতে অন্যান্য অভিভাবকরা দিন দিন ফুঁসে উঠছে।
প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহা-পরিচালক (ঢাকা), চট্টগ্রাম প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের সহকারি পরিচালক, লাকসাম উপজেলা নির্বাহী অফিসার ও কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে অভিযোগের অনুলিপি দেয়া হয়েছে।
অশ্বতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জেসমিন আক্তার বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে একটাও সত্য নয়।