স্টাফ রিপোর্টার: কুমিল্লার লাকসামে নানার ঘর থেকে নাতনীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল লাকসাম থানা পুলিশ উপজেলার চিকুনিয়া গ্রামের ফজর আলীর ঘর থেকে নাতনী তামান্না আক্তার (১৩) এর লাশ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মুদাফরগঞ্জ ইউনিয়নের চিকুনিয়া গ্রামের নানা ফজর আলীর বাড়িতে থেকে পড়ালেখা করে আসছে পাশ্ববর্তী বরুড়া উপজেলার দক্ষিণ ঘোষপা গ্রামের জসিম উদ্দিনের মেয়ে তামান্না আক্তার। সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী। গতকাল তামান্না নানা-নানীর অগোচরে ঘরের সিলিংয়ের সাথে ওড়না ঝুলিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। দীর্ঘসময় তার কোন সাড়াশব্দ না শুনে দরজা ভেঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে লাকসাম থানা পুলিশের এসআই গোবিন্দ কুমার ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে।
লাকসাম থানা অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তামান্নার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।