স্টাফ রিপোর্টার: কুমিল্লার লাকসামে চোর সন্দেহে তিন মহিলাকে আটক করা হয়। গতকাল মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক রোগীর ব্যানেটি ব্যাগ থেকে টাকা চুরিকালে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো, ব্রাক্ষণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার জহির মিয়ার মেয়ে হালিমা আক্তার (২৫), জাহাঙ্গীরের মেয়ে রোজিনা (২৫) ও আলী আকবরের মেয়ে শারমিন (২৬)। আটককৃতদের লাকসাম থানায় সোপর্দ করা হয়।
লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবদুল আলী জানান, ওইদিন বহিঃবিভাগে চিকিৎসা নিতে আসা মহিলা রোগীরা লাইনে দাঁড়ানো অবস্থায় হঠাৎ চোর চোর বলে শোর চিৎকার শুরু করে। এসময় এক রোগীর অভিযোগের ভিত্তিতে হাসপাতালের কর্মীরা তিন মহিলাকে আটক করে। পরে তাদেরকে লাকসাম থানায় সোপর্দ করা হয়।
লাকসাম থানা পুলিশের এস.আই কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কারো অভিযোগ না থাকায় জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।