ওমর ফারুক: বৃহস্পতিবার বিকেলে লাকসাম বাজারের প্রধান সড়ক নোয়াখালি রেলগেইট হতে চিলনিয়া ব্রীজ পর্যন্ত রিজিড পেভমেন্ট ও ফ্লেক্সিবল ফেভমেন্ট কাজের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থাণীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি। লাকসাম পৌর সড়কে পৌরসভা আয়োজিত এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, লাকসাম উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুছ ভূঁইয়া, সওজ এর কুমিল্লার নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহাদ উল্লাহ, লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, পৌর আওয়ামী লীগ সভাপতি তাবারক উল্লাহ কায়েস প্রমূখ। অনুষ্ঠানে লাকসামের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি এবং স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি স্থাণীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম অনুষ্ঠানস্থলে আসার পূর্বে জিএপি এর আওতায় লাকসাম পৌরসভা কর্তৃক লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে নারী অভিভাবকদের জন্য নির্মিত অপেক্ষাগার এর শুভ উদ্বোধন করেন।