সেলিম চৌধুরী হীরা: শনিবার (২ নভেম্বর) সারা দেশে ২০১৯ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হয়েছে৷ লাকসামে প্রথম দিন অনুপস্থিত ছিল ৯৩ জন শিক্ষার্থী৷
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবার জেএসসি পরীক্ষায় ২টি কেন্দ্র ও ৪টি ভ্যানু কেন্দ্রে মোট পরীক্ষার্থী সংখ্যা ৩ হাজার ৭০০। তারমধ্যে উপস্থিত ৩ হাজার ৬৩৬ জন। জেডিসি মাট ২টি কেন্দ্রে পরীক্ষার্থী সংখ্যা ১ হাজার ৩৩১জন। কারিগরী শাখা মাট পরীক্ষার্থীর সংখ্যা ১৯৬ জন। প্রথম দিনে লাকসাম উপজেলায় মোট ৯৩ জন পরীক্ষার্থী অনুপুস্থিত ছিল।