কেফায়েত উল্লাহ মিয়াজী: নাঙ্গলকোটে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জেল হত্যা দিবস পালন উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলা আ’লীগ কার্যালয়ে উপজেলা আ’লীগ সভাপতি রফিকুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু ইউসুফ। বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক জসিম উদ্দিন, যুব ও ক্রিয়া সম্পাদক আহিদুর রহমান মজুমদার, বাঙ্গড্ডা ইউনিয়ন আ’লীগ নেতা অধ্যাপক পেয়ার আহম্মদ, রায়কোট উত্তর আ’লীাগ নেতা মাস্টার রেজাউল হক, আ’লীগ নেতা আনোয়ার হোসেন, সাহাব উদ্দিন মেম্বার প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সদস্য সচিব ইলিয়াছ মিয়া শাহীন। অনুষ্ঠান শেষে দোয়া ও মুনাজাতের আয়োজন করা হয়।