হুমায়ুন কবির মানিক: লাকসামে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে আলোচনা সভা ও ৪৭ পাউন্ডের কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
উপজেলা যুবলীগের আহবায়ক অধ্যাপক আবুল খায়েরের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক মোঃ দলিলুর রহমান মানিকের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহব্বত আলী, উপজেলা যুবলীগ সদস্য মোঃ মনিরুল ইসলাম রতন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নিজাম উদ্দিন শামিম, উপজেলা যুবলীগ সদস্য মোশারফ হোসেন মজুঃ, মোঃ মনির হোসেন, আবদুল আলিম দিদার, গোলাম কিবরিয়া সুমন, মোহাম্মদ উল্লাহ, গিয়াস উদ্দিন টিটু, মাহবুব মোর্শেদ ফারুক, নিমাই সাহা, মাসুদ পারভেজ রনি, কাজী নাছির উদ্দিন রাশেদ, আবদুল কাদের, জালাল আহমেদ, সাজেদুল ইসলাম সজল, রমজান আলী রঞ্জু, আনোয়ার হোসেন, আমিনুল ইসলাম, জালাল আহমেদ, হারুনুর রশিদ, নুরুন্নবী রতন, পৌর ওয়ার্ড যুবলীগ সভাপতি আবদুল কাদের শাহিন, দ্বীন মোহাম্মদ লিটন, নূরে আলম সোহাগ সহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী যুবলীগ নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বাংলাদেশের প্রথম যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ ১৯৭২ সালের ১১ই নভেম্বর প্রতিষ্ঠিত হয়। সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি।