শিব্বির আহমেদ: জর্জিয়ার আটলান্টায় বসবাসরত বাংলাদেশী জস উদ্দীন যুক্তরাষ্ট্রের মুলধারায় নির্বাচনের ঘোষনা দিলেন। জর্জিয়ার ষ্টেট সিনেট ডিষ্ট্রিক ৪৮ থেকে তিনি নির্বাচনে অংশগ্রহন করার ঘোষনা দেন।
বাংলাদেশী ব্যবসায় জস উদ্দীন আশির দশকের শেষ সময় ধরে আটলান্টায় বসবাস করছেন এবং মুলধারার রাজনীতির সাথে জড়িত আছেন। এছাড়াও তিনি বাংলাদেশী আমেরিকান এসোসিয়েন অব জর্জিয়ার প্রসিডেন্ট এর দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ফেডারেশন অব বাংলাদেশী এসোসিয়েশন ইন নর্থ আমেরিকা ফোবানার প্রাক্তন চেয়ারম্যান। ব্যক্তিগত জীবনে জস উদ্দীন ও স্ত্রী ফারজানা উদ্দীন দুই কণ্যা সন্তানের গর্বীত পিতা মাতা।
জস উদ্দীনের নির্বাচন সংক্রান্ত যেকোন তথ্যের জন্য মিডিয়া কন্টাক্ট অষ্টিন ওয়েগনার ৮২৮-২৭৩-৭৩৪৫ এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।