ডেস্ক রিপোর্ট: নিজ দেশের ভূমি থেকে ভারতীয় সেনাদের হটানোর শপথ নিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী খাড়কা প্রসাদ ওলি। তিনি বলেন, কোনো বিদেশি রাষ্ট্রকে দেশের এক ইঞ্চি জমিও দখল করতে দেয়া হবে না। রোববার কাঠমুন্ডুতে ন্যাশনাল ইয়্যুথ অ্যাসোসিয়েশনের প্রথম সম্মেলনে তিনি এ শপথ নেন।
প্রধানমন্ত্রী খাড়কা প্রসাদ ওলি বলেন, বর্তমান সরকার দেশের ভৌগলিক অখন্ডতা রক্ষায় সক্ষম। তাই কেউ নেপালি ভূখন্ড দখল করতে এলে তাদেরকে শিক্ষা দেয়া হবে।
দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, ভূখন্ডটি আজ দখল হয়নি। ১৯৬২ সালে চীন যুদ্ধে হেরে ভারতীয় সেনারা পিছু হটে। তখন তারা নেপালের সীমান্তবর্তী এলাকা কালাপানিতে অবস্থান নেয়। তারপর থেকেই তারা এলাকাটি দখল করে আছে।
সম্প্রতি পাকিস্তান ও চীনের নিয়ন্ত্রনাধীন কাশ্মিরের কিছু অংশ এবং নেপালের কালাপানিসহ কয়েকটি এলাকা সংযুক্ত করে রাজনৈতিক মানচিত্র প্রকাশ করে ভারত। এতে এলাকাগুলোকে ভারতীয় ভূখন্ড হিসেবে দেখানো হয়। ৩৫ বর্গ কিলোমিটারের কালাপানি ভূখন্ড নিয়ে বহুদিন ধরে ভারতের সঙ্গে নেপালের বিরোধ চলছে।
তবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, মানচিত্রে শুধুমাত্র ভারতের নিজস্ব ভূখন্ড দেখানো হয়েছে। চীন এ এলাকা নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ উসকে দিচ্ছে।