শাহ নুরুল আলম: কুমিল্লার লাকসামের প্রসিদ্ধ ব্যবসা নগরী খ্যাত দৌলতগঞ্জ বাজারের রেলগেইট সংলগ্ন পৌরসভা রোড সংলগ্ন মনোরম পরিবেশে দেশ-বিদেশের গুনগত মানের টাইলস এর বিশাল সমাহার নিয়ে যমুনা টাইলস শো- রুম উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকালে পবিত্র কোরআন থেকে তেলোয়াত ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ পরিচালনা করেন দৌলতগঞ্জ রেলওয়ে ষ্টেশন কেন্দ্রীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ জাকির হোসেন ছিদ্দিকী। যমুনা টাইলস এর সত্ত্বাধিকারী মোঃ হুমায়ুন কবির কামাল ও মোঃ নজরুল ইসলাম রুবেল এর সার্বিক তত্ত্বাবধানে এসয় উপস্থিত ছিলেন- ইসলামী ব্যাংক লাকসাম শাখার ব্যবস্থাপক মোঃ বজলুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আবদুর রাজ্জাক বাচ্চু, মোঃ গোলাম ফারুক, সাইফুল ইসলাম টুটুল প্রমুখ।
যমুনা টাইলস এর সত্ত্বাধিকারী মোঃ হুমায়ুন কবির কামাল ও মোঃ নজরুল ইসলাম রুবেল জানান, গুনগত মানের টাইলস এর স্যানেটারী সামগ্রী ন্যযমূল্যে বিক্রির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। গ্রাহকদের চাহিদা পূরনে বরাবরই আমাদের আন্তরিকতা থাকবে। উল্লেখ্য যমুনা টাইলস লাকসামের সুনামধন্য প্রতিষ্ঠান যমুনা মেশিনারিজ এর সহযোগি প্রতিষ্ঠান।